-->

ইংল্যান্ডের কাছে শীর্ষস্থান হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের কাছে শীর্ষস্থান হারাল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। গত বুধবার সিরিজের শেষ ম্যাচে জেসন রয় ও জস বাটলারের তাণ্ডবে মাত্র ৩০.১ ওভারে ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বর্তমান বিশ^চ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ^কাপ সুপার লিগেও ১ নম্বরে উঠে গেছে ইংলিশরা। ডাচদের বিপক্ষে তিন জয়ে পাওয়া ৩০ পয়েন্টে বাংলাদেশকে টপকে ১২৫ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। দুইয়ে থাকা বাংলাদেশের ঝুলিতে রয়েছে ১২০টি পয়েন্ট। বিশ^কাপ সুপার লিগের শীর্ষ দুইয়ে থাকা দুই দলই খেলেছেন সমান ১৮টি করে ম্যাচ, জিতেছে ১২টি করে ম্যাচ। তবে বাংলাদেশ হেরেছে ৬টি আর ইংলিশদের পরাজয় ৫ ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই ম্যাচের ৫ পয়েন্ট নিয়েই মূলত এখন বাংলাদেশের ওপরে তারা।

বাংলাদেশ ও ইংল্যান্ড ছাড়া বিশ^কাপ সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি করা অন্য দলটি হলো আফগানিস্তান। তারা ১২ ম্যাচ খেলেই ১০টিতে জিতে তুলে নিয়েছে ১০০ পয়েন্ট। আর কোনো দল এখন পর্যন্ত ১০০ পয়েন্টের ঘরে ঢুকতে পারেনি। তবে কাছাকাছিই রয়েছে পাকিস্তান। তারা ১৫ ম্যাচ খেলে জিতেছে ৯টিতে। যার সুবাদে পাওয়া ৯০ পয়েন্টে তাদের অবস্থান ৪ নম্বরে। সবচেয়ে বেশি ২১ ম্যাচ খেলে ফেলা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মাত্র ৮টি ম্যাচ। পাকিস্তানের ঠিক নিচেই তাদের অবস্থান। এখন পর্যন্ত সবচেয়ে কম মাত্র ৬টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তবে এ ৬ ম্যাচের সবকটিই জিতেছে তারা। এছাড়া ১২টি করে ম্যাচ খেলে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী বছরের মে মাসের মধ্যে সব দলকেই খেলতে হবে নির্দিষ্ট ২৪টি ম্যাচ। উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপের সরাসরি টিকিট পাওয়ার বাছাইপর্ব হিসেবে চলছে এ সুপার লিগ। আয়োজক ভারত ছাড়া সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭টি দল পাবে সরাসরি বিশ^কাপ খেলার টিকিট। এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ডের টিকিট একপ্রকার নিশ্চিতই বলা চলে।

বিশ^কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলদেশ ম্যাচ পয়েন্ট১. ইংল্যান্ড ১৮ ১২৫২. বাংলাদেশ ১৮ ১২০৩. আফগানিস্তান ১২ ১০০৪. পাকিস্তান ১৫ ৯০৫. ওয়েস্ট ইন্ডিজ ২১ ৮০৬. ভারত ১২ ৭৯৭. অস্ট্রেলিয়া ১২ ৭০৮. আয়ারল্যান্ড ১৮ ৬৮৯. শ্রীলঙ্কা ১৮ ৬৮১০. নিউজিল্যান্ড ৬ ৬০১১. দক্ষিণ আফ্রিকা ১৩ ৪৯১২. জিম্বাবুয়ে ১৫ ৩৫১৩. নেদারল্যান্ডস ১৬ ২৫

মন্তব্য

Beta version