-->

ভালো সময় আসবে : খালেদ

ক্রীড়া প্রতিবেদক
ভালো সময় আসবে : খালেদ

প্রথম টেস্টে হার। দ্বিতীয় টেস্টের অবস্থাও নাজুক। তারপরও সেন্ট লুসিয়ায় টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। একে একে তিনি সাজঘরে পাঠান রেইমন রেফিয়ার, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, আলজারি জোসেফ ও জয়ডেন সিলসকে। নিজের ব্যক্তিগত অর্জনে খুশি থাকলেও দলের খারাপ পারফরম্যান্সে মন ভালো নেই খালেদের। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে তা স্বীকারও করে নেন টাইগার এ পেসার।

তিনি বলেন, ‘সব খেলোয়াড়ের ইচ্ছা থাকে মাইলফলকটা যাতে প্রভাব রাখে, দলের লাভ হয়। টেস্ট ক্রিকেটে আমরা ভালো সময়ের ভেতর দিয়ে যাচ্ছি না । তবে সামনে আমাদের অনেক সময় আসবে। দেখবেন, সামনে অনেক কিছুই ভালোভাবে যাচ্ছে।’ খালেদের উইকেটের মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সের উইকেটও। যিনি খেলে যান ১৪৬ রানের ইনিংস। খালেদ বলেন, ‘প্রতিটি উইকেটই আমার জন্য ছিল স্পেশাল, প্রথমবার ৫ উইকেট পেয়েছি। বিশেষ করে মায়ার্সের উইকেট ছিল অনেক কষ্টের ফল। গতকাল থেকে ওকে আউট করার চেষ্টা করেছিলাম। আজকে ওকে সেøায়ার বলে পরাস্ত করেছি, নিজের কাছে ভালো লেগেছে যে পরিকল্পনা করে আউট করতে পেরেছি।’ প্রথমবারের মতো ৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত খালেদ জানালেন, ‘অনেক দিন ধরে চেষ্টা ছিল যে ৫ উইকেট কীভাবে নেওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট পেয়ে ভালো লাগছে। আগেও একটা সুযোগ এসেছিল, মিস করে ফেলেছি। এটায় চেষ্টা ছিল যেন ৫ উইকেট হয়। খুব ভালো লাগছে। এটা ধরে রাখার চেষ্টা করব।’

মন্তব্য

Beta version