-->
শিরোনাম

আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি

দূর থেকে দেখলে মনে হবে আর্জেন্টিনার পতাকা। কাছে গেলেই মিলবে রাঙানো এক গাড়ি। নিজের গাড়িটি এমন আদলের রঙেই রাঙিয়েছেন মো. লিটন (৩২) নামে এক যুবক।

 

লিটন ফরিদপুর সদরের মুরালীদাহ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন গেরেজ মিস্ত্রি। গ্রামের অনেকে তাকে হিরো লিটন নামে ডাকে। প্রতি বিশ্বকাপের সময় পতাকা ওড়ালেও এবার গাড়ি রাঙিয়েছেন তিনি। আর তার গাড়ি দেখামাত্রই ভিড় করছেন লোকজন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। গাড়ির উপরে লিওনেল মেসির ছবিসহ প্যানাসাইন। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।

 

আর্জেন্টিনা ভক্ত হিরো লিটন জানান, ২০০৮ সাল থেকে মেসির ভক্ত হয়ে এবারের বিশ্বকাপে ২ লাখ টাকা ব্যয় করে নিজের গাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে ও নিওনেল মেসির ছবি অংকন করেন।

 

তিনি আরো বলেন, সামর্থ্য থাকলে গাড়িটি নিয়ে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সেই সাথে মেসিকে তার গাড়িতে নিয়ে ঘুরানোর ইচ্ছাও পোষণ করেন এ আর্জেন্টাইন সমর্থক। সামর্থ্য না থাকায় নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ দেই।

 

তিনি আশা করছেন, দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version