আজই বিশ্বকাপ নিয়ে ব্যারোমিটারে পারদের উচ্চতা নামতে থাকবে। শেষ হয়ে যাবে টুর্নামেন্ট। রোববার রাত ৯টায় ফাইনাল অর্থাৎ শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। তার আগে চলছে নানা সমীকরণ। কার হাতে ট্রফি উঠবে, সেই বিশ্লেষণ তো চলছেই; সঙ্গে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস কে পাবেন- তা নিয়েও কথা থেমে নেই। বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার হাতেই উঠে গোল্ডেন বুট। আর বিশ্বকাপের সেরা ফুটবলার পান গোল্ডেন বল। সেরা গোলকিপারের হাতে গোল্ডেন গ্লাভস।
কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার দৌড়ে এবার সমান্তরালে দুই মহাতারকা, আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তাদের দুজনেরই দলই উঠে এসেছে ফাইনালে। অর্থাৎ টুর্নামেন্টের শেষ বাঁজি বাজার আগ পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইয়ে ফল জানার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। মেসি-এমবাপে দুজনেরই চলতি বিশ্বকাপে গোলসংখ্যা ৫টি। স্বর্ণের বুট জেতার সম্ভাব্য ফুটবলারের তালিকায় এরপরই যারা আছেন তারাও আজকের ম্যাচে মাঠে নামবেন। তাদের একজন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ ও ফ্রান্সের অলিভিয়ে জিরুড। ৪ করে গোল করে গোলদাতাদের তালিকার দুই নম্বরে দুজন। তবে বিশ্লেষকরা এগিয়ে রাখছেন মেসিকেই। আর্জেন্টাইন অধিনায়ক আছেন দুর্দান্ত ফর্মে। বয়স ৩৫ পেরিয়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তিনি সেটি অন্তত মাঠের ফুটবল দেখে আঁচ করার উপায় নেই। কাতারে প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে অন্তত স্বর্ণের ট্রফিটা নিয়ে উল্লাসে মেতে উঠতে চান মেসি। এবার বিশ্বকাপ না পেলে আক্ষেপটা থেকে যাবে আজীবন।
মেসি আর এমবাপে কাতার বিশ্বকাপে ৬টি করে ম্যাচ খেলেছেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকিগুলোয় গোল পেয়েছেন মেসি। যদিও ৫টি গোলের তিনটিই স্পটকিক থেকে এসেছে। ২৩ বছর বয়সি এমবাপে ৫ গোলের তিনটিই পেয়েছেন তিন ম্যাচে। ডেনমার্ক ও পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল। অন্য গোলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। গতি আর ড্রিবলিংয়ে নজর কেড়ে যাচ্ছেন এ বিস্ময় প্রতিভা। আজ তাকে সামাল দিতে বেগ পেতে হবে আর্জেন্টাইন ডিফেন্সের। তবে মেসি-এমবাপেকে নিয়ে আলোচনার ফাঁকে যদি হুলিয়ান আলভারেজ গোল্ডেন বুট পেয়ে যান তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। দারুণ ফর্মে এ ফরোয়ার্ড। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২ গোল। সেই তাজা স্মৃতি সঙ্গে নিয়েই মাঠে নামবেন তিনি। একইভাবে অভিজ্ঞ অলিভিয়ের জিরুডও হয়ে যেতে পারেন এ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এ বিশ্বকাপ তো শুরু থেকেই চমক দিয়ে যাচ্ছে। গোল্ডেন বুটের দৌড়ে শেষ মুহূর্তে এসে বাজিমাত করেন কে- সেটা সময়ই বলে দেবে!
ভোরের আকাশ/আসা
মন্তব্য