বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে মাগুরা

মাগুরা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে মাগুরা

আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২। আর মাত্র কয়েক ঘন্টা পরেই চূড়ান্ত হবে বিশ্বজয়ী এ কাপ কোন দেশের ফুটবলারদের হাতে উঠবে?

 

আর্জেন্টিনা নাকি ফ্রান্স এ নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে স্নায়ু চাপ বৃদ্ধি পাচ্ছে। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মাঝে নানা আয়োজন।

 

এই ফাইনাল খেলা দেখতে জেলার বিভিন্ন স্থানে একইভাবে ফুটবলপ্রেমীরা নানা আয়োজন করেছেন। প্রিয় দলকে সমর্থন জানাতে মাগুরা জেলার স্টেডিয়াম পাড়া যুব সংঘ আয়োজন করেছে ভুরিভোজের।

 

প্রিয় দলের সমর্থকরা আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখার উন্মাদনায় প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু জবাই করেছেন। সেখানে বড়পর্দায় খেলা দেখার পাশাপাশি তারা ভুরিভোজী অংশ নেবেন। গরু জবাই এর পাশাপাশি আর্জেন্টিনার অপার সমর্থকরা তারাও বসে নেই। তারাও ছাগলের মাংস দিয়ে ভুরিভোজ করবেন।

 

তবে আয়োজকরা জান খেলায় চ্যাম্পিয়ন টফি যে দলের হাতেই উঠুক সেটি বড় কথা নয় মূলত বিশ্বকাপের এই সমাপনী দিনটাকে ধরে রাখার জন্যই মূলত আমাদের এই আয়োজন।

 

ভোরের আকাশ/নি

মন্তব্য