মেসিদের পেয়ে আনন্দে মেতেছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
মেসিদের পেয়ে আনন্দে মেতেছে আর্জেন্টিনা

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টায় সেই সোনালি ট্রফি নিয়ে লিওনেল মেসি পৌঁছেছেন আর্জেন্টিনায়। এমন এক স্বপ্নের দিনের জন্যই তো মেসির কতশত রাতের অপেক্ষা।

 

কাতারে রোববার রাতে তাদের অপেক্ষার শেষ হয়েছে, বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যিতে রূপ নিয়েছে। বিশ^চ্যাম্পিয়ন হয়ে দেশে পৌঁছেছে তারা। বুয়েন্স আয়ার্সের ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি হাতে নামলেন মেসি ঠিক যেন দিয়াগো ম্যারাডোনার মতো।

 

১৯৮৬ সালে এভাবেই ট্রফি হাতে নিজ দেশে ফিরেছিলেন কিংবদন্তি ম্যারাডোনা। এবার প্রয়াত কিংবদন্তির শিষ্য মেসির হাতে সোনার ট্রফি। এমন দৃশ্যে অনেকের চলে গেলে সেই ৮৬-তে। ট্রফিটি উঁচু করে ধরে একটি লাল গালিচায় পা রাখেন মেসি।

 

মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই আর্জেন্টিনার বিমানবন্দরে লাখো মানুষের ঢল নামে মেসিদের বরণ করে নিতে। স্থানীয় সময় এখন ভোর হলেও ভক্তের কমতি ছিল না বিশ্ব সেরাদের স্বাগত জানাতে। বিমানের সিঁড়ি বেয়ে নামার সময় মেসির হাতেই দেখা গিয়েছে বিশ্বকাপ ট্রফি। এ সময় মেসির পাশেই উপস্থিত ছিলেন দলটির মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। মেসির একসময়ের সাবেক এ সতীর্থের হাত ধরেই এসেছে সবচেয়ে বড় সাফল্য। জার্সির পাশে যুক্ত হয়েছে নতুন আরেক স্টার।

 

বুয়েন্স আয়ার্সের মানুষ এখন বলছে আমরাও বিশ্ব সেরা। এ বিশ্ব সেরা তকমা এনে দিতে যারাই বড় ভ‚মিকা পালন করেছে তাদের একনজর দেখতে কিংবা স্বাগত জানাতে ইজিজা বিমানবন্দরে দর্শকের কমতি ছিল না।

 

মেসিদের খারাপ সময়ে পাশে থাকার পর এবার ভক্তরা ঠিকই ছুটে এসেছেন ভালো সময়েও। ট্রফি হাতে মেসির ওই আইকনিক হাসি দেখার জন্যই তো কত ভক্ত-অনুরাগীরা কাটিয়েছে বিনিদ্র রজনী। বলা যায় মেসির এমন সাফল্যে দেশটি তথা বিশ্বের তার ভক্তরা বলতেই পারেন সার্থক হে জনম।

 

লিওনেল মেসির দল বিমানবন্দর ত্যাগ করেন ছাদ খোলা বাসে চড়ে। বাসের চার পাশে দলের খেলোয়াড়দের ছবি যুক্ত করা সেই নীল রঙের বাস মেসিদের বরণ করতে সেজেছিল বাহারি রঙে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত ২.৩৫ মিনিটে বুয়েন্সের ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিদের বহণকারী বিমান। দেশটিতে গতকালই ঘোষণা আসে বিশ্বকাপ জয় উদযাপনে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা।

 

মঙ্গলবার দক্ষিণ আমেরিকার এ দেশটিতে জাতীয় ছুটি ছিল। আর্জেন্টিনার জাতীয় দল মঙ্গলবার রাজধানী বুয়েন্সের ওবেলিস্কে তাদের বিশ্বকাপ জয় উদযাপন করবে বলে দেশটির ফেডারেশন সোমবার জানায়। রাজধানীর এ স্মৃতিস্তম্ভটি ক্রীড়াবিষয়ক নানা অর্জনের পর উদযাপনের জন্য ঐতিহ্যবাহী স্থান।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য