-->

ম্যারাডোনার চোখেও পেলে ছিলেন সর্বকালের সেরা ফুটবলার

ক্রীড়া ডেস্ক
ম্যারাডোনার চোখেও পেলে ছিলেন সর্বকালের সেরা ফুটবলার

‘আশা করি, এক দিন আমরা একসঙ্গে স্বর্গে ফুটবল খেলতে পারব’। ২০২০ সালে কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর টুইটারে লিখেছিলেন পেলে। গতকাল ম্যারাডোনার মতো না ফেরার দেশে চলে যান ফুটবলের রাজা পেলেও। ‘আশা করি, এক দিন আমরা একসঙ্গে স্বর্গে ফুটবল খেলতে পারব’। ২০২০ সালে কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর টুইটারে লিখেছিলেন পেলে। বৃহস্পতিবার ম্যারাডোনার মতো না ফেরার দেশে চলে যান ফুটবল মাঠে পা রাখা খেলোয়াড়দের মধ্যে অন্যতম পেলেও। ফুটবলের এ দুই কিংবদন্তি আমাদের মাঝে না থাকলেও, তাদের মধ্যে কে সেরা তা নিয়ে রয়েছে বিশদ বিতর্ক। কিন্তু খোদ ম্যারাডোনা কাকে সেরা ফুটবলার ভাবতেন? মার্কার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। নিজ নিজ দলের ১০ নম্বর জার্সির অধিকারী এ দুই ফুটবলারের ভক্তদের মধ্যে ‘কে সেরা’ তা নিয়ে মতবিরোধ থাকলেও, তাদের দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল।

 

ম্যারাডোনা যে সময়টায় মাঠে খেলতেন, সেসময় এক রিপোর্টার তাকে প্রশ্ন করেন- কে ভালো ফুটবলার, তিনি নাকি পেলে। আর্জেন্টাইন এ তারকা উত্তরে বলেন, ‘ম্যারাডোনা হচ্ছেন ম্যারাডোনা, আর পেলে ছিলেন সর্বশ্রেষ্ঠ। আমি একজন সাধারণ খেলোয়াড়... আমি পেলেকে অনুকরণ করার চেষ্টা করি না। সবাই জানে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’ পেলে এবং ম্যারাডোনা দুজনেই ক্যারিয়ারজুড়ে একই সংখ্যক শিরোপা জেতেন। কিন্তু তিনবার ফিফা বিশ্বকাপের শিরোপা জেতা ফুটবলার কেবল একজনই, আর তিনি হলেন পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ^কাপে চ্যাম্পিয়ন হয় পেলের দল ব্রাজিল। ক্যারিয়ারে আরো মিল রয়েছে তাদের মধ্যে। দুজনেই তাদের জাতীয় দলের হয়ে প্রায় সমানসংখ্যক ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে অংশ নিয়ে ৩৪ গোল করেছেন ম্যারাডোনা। অন্যদিকে ব্রাজিলের হয়ে ৯০টি ম্যাচে অংশ নিয়ে ৭৭ গোল করেছেন পেলে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version