সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন সিআরসেভেন।
রোনালদো ও মেসি লা লিগা থেকে চলে যাওয়ায় তাদের মুখোমুখি লড়াই এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে খেললেও তারা মুখোমুখি হতে পারেননি। রোনালদো আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। মেসি চ্যাম্পিয়ন হয়। ফলে বিশ্বকাপে তারা একে অপরের মুখোমুখি হতে পারেননি। তবে রোনালদো নতুন ক্লাবে যোগ দেয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। জানুয়ারিতে সৌদি আরবের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি জায়ান্ট পিএসজি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হবে আল হিলাল এবং আল নাসর ক্লাবের যৌথ একাদশ। অর্থাৎ এ দুটি ক্লাবের সেরা প্লেয়ারদের নিয়ে দল গড়া হবে। তাই মেসি-নেইমার-এমবাপেদের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে রোনালদোকে। ম্যানইউর সঙ্গে চুক্তি বাতিলের পর ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন রোনালদো। এরপরই তার ব্যাপারে আগ্রহী হয় আল নাসর।
সৌদি ক্লাবে যোগ দিয়ে খুশি রোনালদোও। ক্লাবটির বিবৃতিতে সিআরসেভেন বলেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
ভোরের আকাশ/আসা
মন্তব্য