সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে ঢাকায় আসছেন মেসিরা। তাদের আসার বিষয়টি প্রায় চুড়ান্তু বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’
আর্জেন্টিনা আসলে খেলা কোথায় হবে এবং পতিপক্ষ কারা হবে জানতে চাইলে কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’
আর্জেন্টিনার প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’
ভোরের আকাশ/আসা
মন্তব্য