সিরিজ জয়ের মিশনে টাইগারদের দুর্দান্ত বোলিং

অনলাইন ডেস্ক
সিরিজ জয়ের মিশনে টাইগারদের দুর্দান্ত বোলিং

প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যে জয় হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিবের। সেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

আজ রবিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। তাসকিন আহমেদ প্রথম ওভারে ১০ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে মালানকে ফেরালেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন, হাসান মাহমুদ ভুল করেননি। ১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

 

তাসকিনের পর বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব। ফিল সল্টকে সরে যেতে দেখে সাকিব বলটি করলেন অফ স্টাম্পের ওপর। সে বলে আবার টার্নের সঙ্গে ছিল বাউন্স। ভড়কে গিয়ে সেটিতেই ফিরতি ক্যাচ দিয়েছেন সল্ট। সল্টের বিদায়ের পর বাটলারকে আউট করেন হাসান মাহমুদ।

 

বাটলারের পর মঈন আলীকে ফেরান একাদশে সুযোগ পাওয়া মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান।

 

বাংলাদেশ স্কোয়াড- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

 

ইংল্যান্ড স্কোয়াড- ফিল সল্ট, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

মন্তব্য