-->
শিরোনাম

আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই: তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই: তাসকিন

বাংলাদেশ দলের পেস বোলাররা সবাই ভালো পারফর্ম করছেন। ফলে তাদের মধ্যেই তৈরি হচ্ছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। টিম ম্যানেজমেন্টের সামনে দাঁড়াচ্ছে মধুর সমস্যা, কাকে রেখে কাকে দলে নিবেন তারা।

 

তবে সব পেসারদের ভালো করাকে মোটেও নিজের জন্য হুমকি মানছেন না তাসকিন আহমেদ।

 

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেস বোলাররা। সাধারণত দেশের মাটিতে পেসারদের এমন ধারাবাহিক পারফরম্যান্স আগে দেখা যায়নি। অভিজ্ঞ তাসকিন-মুস্তাফিজ থেকে শুরু করে হাসান-এবাদত সবাই ভালো পারফরম্যান্স করেছেন।

 

হাসান মাহমুদের পাঁচ উইকেট পাওয়ার প্রসঙ্গে তাসকিন বলেন, জুনিয়ররা ১০ উইকেট নিলেও তিনি খুশি। দলের অন্য বোলারদের নয়, বরং নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন সবাই মিলে একসাথে ভালো করে বিশ্বকে হুংকার দিতে চান এই লাল-সবুজের প্রতিনিধিরা।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আরো ভালো করুক (জুনিয়ররা)। ১০ উইকেট করে নিক আমি চাই। আমি তো আগেই বললাম আমরা পাঁচজনই ভাই। সবাই যত বেশি ভালো করবে, প্রতিপক্ষ তত বেশি চাপে পড়বে। আর ওরা কি আমার প্রতিদ্বন্দ্বী কিনা? না। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই।

 

আমি চাই সবাই মিলে ভালো করতে তাহলে বিশ্ব ক্রিকেটে একটা হুমকি যাবে যে বাংলাদেশি ফাস্ট বোলাররা উন্নতি করছে।

 

দলের অন্য বোলারদের পারফরম্যান্স নিয়ে তাসকিনের ভাষ্য, ওরা ১০ উইকেট পেলেও আমার কোনো ক্ষতি নেই বা উন্নতি নেই। আমার প্রতিদ্ব›দ্বী তো আমিই। আমি আমার সেরা রেকর্ডটা ভেঙে আরো ভালো করতে চাই। সবাই ভালো করুক দোয়া করি।

 

যেকোনো ধরনের উইকেটের সাথেই মানিয়ে নিয়ে ভালো বোলিং করার প্রত্যয় ঝরে তাসকিনের কণ্ঠে।

 

তিনি বলেন, স্লো উইকেট বা কুইক উইকেটে মানিয়ে নেয়া আমাদেরই দায়িত্ব। যদি বলি স্লো উইকেট দেখে পারব না- সেটা ভুল।

 

আমরা কন্ডিশন বুঝে সেই অনুযায়ী খেলার চেষ্টা করছি যে আজকের উইকেট কেমন, এখানে কীভাবে খেলা উচিত। খেলতে খেলতেই শিখছি।

 

উইকেট অনুযায়ী বল করার চেষ্টা করছি। দিন শেষে বোলিং ভালোমতো কার্যকর হলে যেকোনো উইকেটেই ভালো করা যায় এটাই প্রমাণ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version