আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় আগামী ১৩-১৭ মে’ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র)-২০২৩’।
এ উপলক্ষ্যে বাংলাদেশ ইয়ুথ ও জুনিয়র নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষন ক্যাম্প গতকাল থেকে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৯ দুটি ক্যাটাগরিতে বাংলাদেশের দুটি বয়সভিত্তিক দল অংশ নিবে। দেশব্যপী বাছাইকৃত ৪৩ জন নারী হ্যান্ডবল খেলোয়াড় গতকাল ক্যাম্পে রিপোর্ট করেছেন।
দুই বিভাগে বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন মো: আমজাদ হোসেন ও ডালিয়া আক্তার।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও উভয় বিভাগে আফগানিস্তান, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা এবং ইয়েমেন অংশগ্রহণ করবে।
বাসস
ভোরের আকাশ/নি
মন্তব্য