বার্সার গোল উৎসবের রাতে ১৫ বছর বয়সি ইয়ামালের ইতিহাস

ক্রীড়া ডেস্ক
বার্সার গোল উৎসবের রাতে ১৫ বছর বয়সি ইয়ামালের ইতিহাস

লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ থেকে বেশ এগিয়ে ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে শেষ ৫ ম্যাচে ২ জয়ে কিছুটা শঙ্কা উঁকি দিলেও তা উড়িয়ে বেতিসের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

 

যার সুবাদে লিগ শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল। রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে বার্সা। বিরতির পর বেতিসের গিদো রদ্রিগেজের আত্মঘাতী গোলে বার্সা জিতেছে ৪-০ ব্যবধানে।

 

৩২ ম্যাচে ২৫তম জয়ের স্বাদ নেয়া বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তারা বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। ষষ্ঠ স্থানে থাকা বেতিসের পয়েন্ট ৩২ ম্যাচে ৪৯।

 

ম্যাচের ৮৩তম মিনিটে মাঠে নেমে রেকর্ড গড়েন লামিন ইয়ামাল। গাভিকে তুলে ১৫ বছর ২৯০ দিন বয়সি মরক্কোন বংশোদ্ভুত স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে নামান জাভি।

 

ইএসপিএন টুইটে জানিয়েছে, বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন ইয়ামাল। স্মরণীয় উপলক্ষে গোলও প্রায় পেয়েই যাচ্ছিলেন তিনি। দুই মিনিট পর কাছের পোস্টে তার নিচু শট দারুণ দক্ষতায় ফেরান বেতিস গোলরক্ষক রুই সিলভা।

 

তবে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টারচিপ দাবি করেছে, লা লিগার ইতিহাসে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটল ইয়ামালের। বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অফিশিয়াল ম্যাচে অভিষেকের রেকর্ড আমান্দো মার্তিনেজ সাহির।

 

১৪ বছর ২০০ দিন বয়সে তার অভিষেক ঘটেছিল বলে দাবি মিস্টারচিপের।

 

১৯২০ সালের ১৪ নভেম্বর বার্সার হয়ে কাতালুনিয়া আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে অভিষেক হয়েছিল সাহির।

 

কিন্তু ট্রান্সফার মার্কেটের তালিকা অনুযায়ী, লামিন ইয়ামালই বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

 

১৯০৬ সালের ২৮ এপ্রিলে জন্ম নেয়া আমান্দো মার্তিনেজ সাহি এ তালিকায় দ্বিতীয়।

 

১৯২২ সালের ২ এপ্রিল কোপা দেল রে'তে রিয়াল গিহনের বিপক্ষে ১৫ বছর ৩৩৯ দিন বয়সে বার্সার হয়ে সাহির অভিষেক বলে দাবি করেছে ট্রান্সফার মার্কেট।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য