-->

আর্ন্তজাতিক ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ৮ টি পদক লাভ করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আর্ন্তজাতিক ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ৮ টি পদক লাভ করেছে বাংলাদেশ

আর্ন্তজাতিক ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ৮ টি পদক লাভ করেছে বাংলাদেশ।

 

নেপালে অনুষ্ঠিত ৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস এবং ২য় মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভাল চ্যাম্পিয়নশিপে ৫ জন বাংলাদেশি প্রতিযোগী এনে দিয়েছে এই পদকগুলি।

 

৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তাসনুভা ও রওশন আক্তার দ্বিতীয় স্থান, আফিফা হোসেন অর্পা ও মানসিফ হেলালি তৃতীয় স্থান এবং শাহনাজ বেগম পঞ্চম স্থান অধিকার করে।

 

এবং ২য় মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভালে তাসনুভা দ্বিতীয় স্থান, মানসিফ হেলালি ও শাহনাজ বেগম তৃতীয় স্থান অধিকার করে।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেপাল দূতাবাসের সচিব মোহাম্মদ মোরশেদুর রহমান তালুকদার, ডা: জয়দেব আরিয়া, সেক্রেটারি জেনারেল, ইন্ডিয়ান ইয়োগা ফেডারেশন এন্ড ওয়ার্ল্ড ইয়োগা অসানা, বাহাদুর বিস্থা, প্রাক্তন ফার্স সেক্রেটারি অফ নেপাল, উমাং ডন, সহ-সভাপতি, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, দিব্যা ডন, প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল হাঠা ইয়োগা ফেডারেশন, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন সামন্ত, চোগমনি বেড়া, ডা: নিপা পাণ্ডেসহ আরো অনেকে।

 

বাংলাদেশ ইয়োগা স্পোর্টস অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় ও জয়সান ইয়োগা বাংলাদেশের পক্ষ থেকে এই প্রতিযোগিতা এবং উৎসবের প্রতিনিধিত্ব করে। সার্কভুক্ত দেশগুলো ছাড়াও ইরান ও সৌদি আরবসহ মোট ৩০০ জন এই অনুষ্ঠানে অংশ নেন।

 

নেপালের কাঠমান্ডুতে ৮-১০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version