গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিল টাইগার্সের আইকন সাকিব

ক্রীড়া ডেস্ক
গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিল টাইগার্সের আইকন সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। আইকন ক্রিকেটার হিসেবে একই দলের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলও।

 

ড্রাফট থেকে মন্ট্রিল দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস লিনকে। এদিকে সারে জাগুয়ারসের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস ও ইফতিখার আহমেদ। ভ্যাঙ্কুভার নাইটসের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ রিজওয়ান ও রাসি ভ্যান ডার ডুসেনকে।

 

মিসিসাউগা প্যান্থারসের হয়ে শোয়েব মালিক, ক্রিস গেইল, টরন্টো ন্যাশনালসের হয়ে কলিন মুনরো শহীদ আফ্রিদি এবং ব্রাম্পটন উলভসের হয়ে খেলতে দেখা যাবে হরভজন সিং এবং কলিন ডি গ্র্যান্ডহোমের মতো ক্রিকেটারকে।

 

সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। করোনাভাইরাসের কারণে মাঝে তিন বছর টুর্নামেন্টটি আয়োজন করতে পারেনি তারা। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসর।

 

ছয় দলের স্কোয়াড-

মন্ট্রিল টাইগার্স- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন

 

সারে জাগুয়ারস- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ

ভ্যাঙ্কুভার নাইটস- মোহাম্মদ রিজওয়ান, রাসি ভ্যান ডার ডুসেনমিসিসাউগা প্যান্থারস- শোয়েব মালিক, ক্রিস গেইল

 

টরন্টো ন্যাশনালস- কলিন মুনরো, শহীদ আফ্রিদি

ব্রাম্পটন উলভস- হরভজন সিং, কলিন ডি গ্র্যান্ডহোম

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য