এক টেস্ট এবং তিন ওয়ানডের পর বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। রশিদ খান-সাকিব আল হাসানরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ এবং ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবেন।
এই টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে ১২ জুলাই (বুধবার) থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে ম্যাচের দুই দিন আগে থেকে লাক্কাতুরার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে।
টিকিট প্রাপ্যতাসাপেক্ষে ম্যাচের দিনও টিকিট কেনার সুযোগ রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।
সর্বনিম্ন ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকায় বসে দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।
এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ৩০০, ক্লাব হাউস ৫০০, সর্বোচ্চ দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের ১৫০০ টাকা।
উল্লেখ্য, এই টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ভোরের আকাশ/নি
মন্তব্য