অনেক দিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। সাত বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর খক।
১৮ বছর বয়সি এই ফুটবলারের বর্তমান ক্লাব আথলেটিকো পারানেন্সের সঙ্গে সমঝোতায় পৌঁছার কথা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২০২৪-২৫ মৌসুমে কাতালান ক্লাবটিতে যোগ দেবেন খক। চুক্তি হবে ২০৩১ পর্যন্ত। চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি বার্সেলোনা।
তবে গণমাধ্যমের খবর, ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি দেবে লা লিগা চ্যাম্পিয়নরা। বোনাসসহ খরচ হবে আরো ২ কোটি ১০ লাখ ইউরো।
ব্রাজিলের ক্লাব পারানেন্সের হয়ে ৬৬ ম্যাচে ২২ গোল করেছেন খক। গত মৌসুমে দলকে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে তুলতে রাখেন বড় অবদান। এই বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আলো ঝলমলে পারফরম্যান্সে সবার নজর কাড়েন তিনি। ব্রাজিলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৮ ম্যাচে গোল করেন আসরের সর্বোচ্চ ৬টি।
ওই পারফরম্যান্সের পরই গত মার্চে প্রথমবার ব্রাজিলের জাতীয় দলে ডাক পান খক। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে অভিষেক হয় আন্তর্জাতিক ফুটবলে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের কীর্তি গড়েন তিনি।
বার্সেলোনা জানিয়েছে, চুক্তিতে খকের বাইআউট ক্লজ রাখা হবে ৫০ কোটি ইউরো।
ভোরের আকাশ/নি
মন্তব্য