ধর্ষণের অভিযোগ প্রমাণিত, দানি আলভেজের সাড়ে ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের অভিযোগ প্রমাণিত, দানি আলভেজের সাড়ে ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন কেলেঙ্কারিতে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। সেসময় বার্সেলোনায় খেলতেন এই রাইট ব্যাক।

 

আদালত রায়ে বলেন, ধর্ষণকাণ্ডে ভুক্তভোগীর কোনপ্রকার সম্মতির প্রমাণ পাওয়া যায়নি। এক্ষেত্রে বাদীর করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত।

 

বার্সেলোনার অডিয়েন্সিয়া প্রাদেশিক আদালতে বিচার শুরুর পর গত ৭ ফেব্রুয়ারি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন আলভেজ। তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের ৩০ ডিসেম্বর ২৩ বছর বয়সী সেই বাদী নারীর সঙ্গে তিনি বার্সেলোনার নাইটক্লাব সাটনের একটি জায়গায় মিলিত হয়েছিলেন। কিন্তু তা হয় দু’জনের সম্মতিতেই।

 

ভুক্তভোগী সেই নারীর এক বান্ধবী জানিয়েছেন, সেদিন রাতে নির্যাতনের শিকার তার বান্ধবীর অশ্রুসিক্ত চোঁখ এখনও তার সামনে ভাসছে। সেদিন সে অঝোরে কাঁদছিল। আদালতে প্রমাণ হয় নৈশক্লাবটির একটি ছোট্ট বাথরুমে সেদিন আলভেজ নারীটিকে ধর্ষণ করেছিল।

 

উল্লেখ্য, আদালত আলভেজকে সাড়ে নয় বছর সেই নারীর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সেইসাথে করা হয় দেড় লাখ ইউরো জরিমানা। যা যাবে ওই নারীর একাউন্টে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য