-->
শিরোনাম

ফিরলেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ফিরলেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেটে টি-টোয়েন্টি সিরিজটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে ২-১ ব্যবধানে। সে দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনে ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা।

 

সফরকারীদের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচে টস জিতেছিল বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। তবে ওয়ানডে সিরিজে টস ভাগ্য পক্ষে থাকল না শান্তর। তবু আগেই ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।

 

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ডিসেম্বরে নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক কিউইদের মাত্র ৯৮ রানে অলআউট করেছিলেন নাজমুল হাসান শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২০৯ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিতে সেদিন বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। তিনজনই তিনটি করে উইকেট পেয়েছিলেন। বাকি একটি উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাকিরা থাকলেও থাকলেও নেই মোস্তাফিজ। তাঁর বদলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

 

নিউজিল্যান্ড সফরের সে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার ৫০ ওভারের ক্রিকেটে দেখা গেছে অভিজ্ঞ এ অলরাউন্ডারকে। বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সেরা পারফরমার শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরছেন।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

মন্তব্য

Beta version