-->

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় এক দিনের ম্যাচ। এর আগে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক পাকিস্তান শাহিনস। ৩০ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ।

ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে ভেজা মাঠের কারণে আজ প্রথমে বিলম্বিত হয় টস। এরপর আবার নামে বৃষ্টি। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করার পর জানানো হয়, ফ্লাডলাইট থাকায় রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন ম্যাচ অফিশিয়ালরা। তবে এরপর ঘণ্টা তিনেক অপেক্ষা করার পরও খেলা শুরু করার মতো উপযুক্ত কন্ডিশন পাওয়া যায়নি।

এর আগে প্রথম এক দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ‘এ’ ৩৬ ওভারে ১৮৩ রান তুলতে অলআউট হয়। জবাবে পাকিস্তান শাহিনস ২৭.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় হাসিবউল্লাহর ১২০ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে উসমান খানের ৭৫ বলে ৮৭ রানের ইনিংসে।

বাংলাদেশ ‘এ’ দলের এ সফর হচ্ছে জাতীয় দলের সফরের কাছাকাছি সময়েই। তবে ইসলামাবাদের বর্ষা বেশ ভালোভাবেই আঘাত করছে ‘এ’ দলের সফরে। এর আগে চার দিনের ম্যাচের সিরিজেও বৃষ্টি বাগড়া দিয়েছে। দুটি ম্যাচই কার্যত ড্র হয় বৃষ্টির কারণেই।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version