লিওনেল মেসির অনুপস্থিতি টের পেতে দিচ্ছেন না লুইস সুয়ারেজ। মেজর লিগ সকারে তার ধারাবাহিকতাতেই এগিয়ে চলছে ইন্টার মায়ামি। এই মৌসুমে এরই মধ্যে ১৬ গোল করেছেন। সর্বশেষ শিকাগো ফায়ারের বিপক্ষে তার জোড়ায় ৪-১ গোলে জিতেছে মায়ামি।
গোড়ালির ইনজুরিতে লিওনেল মেসি এখনও মাঠের বাইরে। মায়ামি তাকে ছাড়া এরই মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে। তার পেছনে বড় অবদান লুই সুয়ারেজের। দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি।
৩৭ বছর বয়সী সাবেক বার্সা স্ট্রাইকারের কৃতিত্বেই ২৫ মিনিটে এগিয়ে যায় মায়ামি। শুরুতে তার শট রুখে দেন শিকাগো গোলকিপার ক্রিস ব্র্যাডি। সেই বল সামনে থাকা শিকাগো ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে। বিরতির পর এবার তার সরাসরি শটেই স্কোর হয়ে যায় ২-০। তার আগে ডিয়েগো গোমেজের সঙ্গে দেওয়া নেওয়া করেন বল।
৬৫ মিনিটে স্কোর ৩-০ করতেও অবদান রাখেন উরুগুয়ে তারকা। বক্সে সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবার নিচু বল থেকে ক্লোজ রেঞ্জের ফিনিশিংয়ে জাল কাঁপিয়েছেন। ৮২ মিনিটে শিকাগোর হয়ে কুটসিয়াস একটি গোল শোধ দিলেও যোগ হওয়া সময়ে ৯০+৩ মিনিটে স্কোর ৪-১ করে মাঠ ছেড়েছে মায়ামি। শেষ গোলটি করেছেন রবার্ট টেইলর।
ভোরের আকাশ/মি
মন্তব্য