রাজধানী ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান মহানগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের নিউ টেন বনাম এসএসসি পরীক্ষার্থী ২০২৫-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে আবদুল হামিদের দল ৩-১ গোলে জয়ী হয়েছে। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর দলের অধিনায়ক মো. সিয়াম ও গোল কিপার আবদুল হামিদ ও তার দলের অসাধারণ পারফরমেন্সের কাছে ধরাশায়ী হয় নিউ টেন দল। অধিনায়ক মো. সিয়ামের নেতৃত্বে গ্রীণ মডেল বালুর মাঠে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ দল মুখোমুখি হয় নিউ টেনের মো. শ্রাবণের দলের। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ দলের গোল কিপার আবদুল হামিদের পারফরমেন্স ছিল দুর্দান্ত।
প্রতিপক্ষের কিছু কর্ণার শট শেফ করেছে আবদুল হামিদ যাতে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ দল প্রতিপক্ষের গোল থেকে বেচে যায়। জয়ী দল এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর পক্ষে অংশগ্রহণ করেন: মীর হোসেন, শহীদুল আলম সিয়াম, মো. সাইফুল, শাহরিয়ার নিলয় এবং গোলকিপার আবদুল হামিদ। এসএসসি পরীক্ষার্থী দলের হয়ে দুর্দান্ত শটে একাই দুটি গোল করেন মো. সিয়াম, তিন নাম্বার গোলটি করেন পরে স্ট্রাইকার হিসেবে উঠে আসা আবদুল হামিদ । অন্যদিকে প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন মারুফ হাসান ।
এসএসসি ২০২৫ পরীক্ষার্থী দলের আবদুল হামিদ শেষ ৪৫ মিনিটে স্ট্রাইকার হিসেবে খেলতে নেমে অসাধারণ প্লেসড শটে প্রতিপক্ষের গোলকিপারকে ফাঁকি দিয়ে তিন নাম্বার গোলটি করেন। আবদুল হামিদ সঠিক জায়গায় প্লেস করে বল গোলের দিকে নিয়ে যায় এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুর্দান্ত গোল করেন। আবদুল হামিদ চিপ শট ও কার্ল শটেও দুর্দান্ত ছিলেন।
ভোরের আকাশ/ সু
মন্তব্য