ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের (ডিজেসি) দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আজকের দৈনিকের ইকরামুল কবীর টিপু সভাপতি ও দৈনিক সারাবাংলার মোস্তাফিজুর রহমান মোস্তাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) তোপখানা রোডে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এফএনএসের মোহাম্মদ শাজাহান স্বপন ও বাংলাদেশের আলোর জাফরুল আলম। যুগ্ম সম্পাদক হয়েছেন জাগো নিউজের মো. মনিরুজ্জামান উজ্জ্বল। এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলার এস এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির আলী তালুকদার নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদের মধ্যে রয়েছেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনতার মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাবাজারের শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সমকালের মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজকল্যাণ সম্পাদক সংবাদ সংস্থা এফএনএসের পিপুল নুর হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনলিমিটেড নিউজের নুরে আলম জীবন, নারী বিষয়ক সম্পাদক বাংলা মেইলের দীপা ঘোষ রিতা এবং আপ্যায়ন সম্পাদক বৈখাখী টিভির ইমরান হাসান।কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- গোলাম মুজতবা ধ্রুব, আতিকুল ইসলাম, শাহজাহান সাজু, আরমান হোসেন বাদল, শরিফুল হক পাভেল, সৈয়দ মাহবুবুর রহমান, নাজমুল সাগর এবং কাজী শফিউল ইসলাম (আল-আমিন)।নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডিআরইউয়ের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানে নির্দেশামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান কামাল ও লায়ন মো. জাহাঙ্গীর আলম।ভোরের আকাশ/এসএইচ
২ দিন আগে
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।এক বিবৃতিতে নেতৃবৃন্দ শাহজাহান কমরের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুকালে শাহজাহান কমরের বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন। স্ত্রী, ভাই-বোন, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম শাহজাহান কমরের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।উল্লেখ্য, সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
১ সপ্তাহ আগে
রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্তা ও তার ভাইকে মরধরের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেপ্তাররা হলেন- সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।বৃহস্পতিবার (৩ এপ্রিল) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি র্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে ছায়া তদন্ত শুরু করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এ (সংশোধনীঃ ২০০৩) একটি মামলা করা হয়। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেফতারের জন্য র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর একাধিক গোয়েন্দা ও অপারেশনাল টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে।পরবর্তীতে গোয়েন্দা সূত্র হতে পাওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়।ভোরের আকাশ/এসএইচ
২ সপ্তাহ আগে
রাজধানীর বনশ্রীতে রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। তিনি দৈনিক ইংরেজি পত্রিকা নিউ এইজে কাজ করেন। রামপুরা থানায় সোয়েব রহমান জিসানের (২৫) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। মামলায় তার ছোট ভাইকেও মারধরের অভিযোগ করেছেন তিনি। বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নারী সাংবাদিক রাফিয়া তামান্না সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘আমার নিজের বাসার সামনেই নিরাপদ নই! আমাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আমার ভাইকে মারধর করা হলো, আমাকেও লাঞ্ছিত করা হলো। অথচ আশেপাশের কেউ এগিয়ে এল না। আমার চুল টেনে ধরে আমাকে হ্যাচকা টান দেওয়া হলো, বুকে আঘাত করা হলো, লাথি মারা হলো। চারপাশের সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি।একজন সাংবাদিক হয়েও যদি আমি এরকম হামলার শিকার হই, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তার কী অবস্থা?’তার এই পোস্টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শেয়ার দিচ্ছেন এবং কমেন্ট নানা প্রতিবাদ করছে। তারা বলেন, রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। শুধু রাস্তায় নয়, নিজেদের বাড়ির সামনেও নিরাপদ নন নারীরা।রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, বনশ্রীর ই-ব্লকের একটি জুসের দোকানে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন যুবক নারী সাংবাদিক ও তার ভাইয়ের দিকে তাকিয়ে ছিল। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হলে হাতাহাতির ঘটনা ঘটে। ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/এসএইচ
২ সপ্তাহ আগে