২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহসহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে বিবাদী করা হয়েছে।মামলার অপর বিবাদীরা হলেন গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের আলী হোসেন হাওলাদার, হাতি প্রতীকের আসাদুজ্জামান, লাঙল প্রতীকের ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন।মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আমাদের আর্জি শুনেছেন। আমরা আদালতকে জানিয়েছি স্বৈরাচার সরকার নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করে। স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে।তার ওপর হামলা হয়েছে।এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, তিনি তো (ফয়জুল করীম) ইন্তেকাল করেন নাই। কমিশন হাতপাখা প্রতীকের প্রার্থীকে পরিকল্পিতভাবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে পরাজিত ঘোষণা করে। তখন আইনি ব্যবস্থা এমন ছিল যে আমরা চাইলেও কোথাও প্রতিকার পাইনি। ৫ আগস্টের পর পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।তিনি আরও বলেন, বর্তমানে প্রশাসন দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে। এতে নগরবাসী কোনো নাগরিক সেবা পাচ্ছে না। আমরা চাই ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে আদালত জনগণের প্রতিনিধি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণা করবেন।আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, আদালত আমাদের বক্তব্য শুনেছেন। পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরবেন।উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বিতা করেন অপর ৬ প্রার্থী। নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, যা নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হয় এবং তার পদত্যাগের দাবি ওঠে।পরবর্তীতে হাতপাখার প্রার্থীর কাছে ক্ষমা চান সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ওই নির্বাচনে প্রকাশিত ফলাফলে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের আবুল খায়ের আব্দুল্লাহ পান ৮৭ হাজার ৮০৮ ভোট।আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট। ফলাফল নিয়ে সেই সময়েই তুমুল বিতর্ক দেখা দেয়।ভোরের আকাশ/এসএইচ
৪ ঘন্টা আগে
গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাত হোসেন জুনা ও গাছা থানা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আউচপাড়া এলাকায় বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিনের বাড়ি এ আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। মামুনুর রশীদ দিপুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, শেখ মুহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া প্রমুখ।আলোচনা সভা শেষে মরহুম নেতাদের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১১ ঘন্টা আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে জামালপুর এক্সপ্রেস ট্রেন দেখেই নিচে ঝাঁপ দিয়ে জীবনাবসান ঘটিয়েছে রাকিব (২৫) নামে এক যুবক। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ভূঞাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্দর গ্রামের তৈয়ব আলী ফকিরের ছেলে। তবে কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।ভূঞাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল কাদের জানান, ঢাকার কমলাপুর থেকে সকাল ১০টায় ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিকাল পৌনে ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশনে পৌঁছলে রাকিব নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অগত করা হয়েছে।এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ভোরের আকাশ/এসএইচ
১২ ঘন্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার একটি চৌকস অভিযানিক টিম গাজীপুর জেলার জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম তরী (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেন।এ সময় মোঃ তরিকুল ইসলাম তরী (৩৮), মোঃ রওশন ইসলাম (৪০) এবং মোঃ ইমান আলী (৩৫) নামের তিন সন্ত্রাসীকে রাত ৯টায় গ্রেফতার করে। আটককৃত সন্ত্রাসীদের নামে গাজীপুর জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) এর দেওয়া তথ্য মোতাবেক জানা যায়, তাদের প্রত্যেকের নামে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৩ ঘন্টা আগে