টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১ পিএম
ছবি-ভোরের আকাশ
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো. আব্দুল্ল্যাহ আল মামুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামের ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও টাঙ্গাইল ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাড আলী ইমাম তপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্ল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান।
আরও ডপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সাধারন সম্পাদক সাব্বির হাসান পল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,
জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ঝুটন ঘোষ, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান খান আইয়ুব, সদস্য বজলুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আবু হাসান খান।
ভোরের আকাশ/জাআ