× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের রাজনীতি গভীর সংকটে, ফ্যাসিস্ট শাসন আর ফেরানো যাবে না: মুফতী ফয়জুল করীম

হুমায়রা আকতার জাহান, বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫ এএম

দেশের রাজনীতি গভীর সংকটে, ফ্যাসিস্ট শাসন আর ফেরানো যাবে না: মুফতী ফয়জুল করীম

দেশের রাজনীতি গভীর সংকটে, ফ্যাসিস্ট শাসন আর ফেরানো যাবে না: মুফতী ফয়জুল করীম

বাংলাদেশের রাজনীতি আজ গভীর সংকটে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিচার বিভাগ স্বাধীনতা হারিয়েছে, আর রাষ্ট্রযন্ত্র দলীয়করণের মাধ্যমে একদলীয় কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় সংবিধানসম্মত সমাধান হলো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন।

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, “আমরা স্পষ্ট করে জানাতে চাই—রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। সংসদীয় ব্যবস্থা শক্তিশালী করতে হবে, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন করতে হবে, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। জনগণের সম্পদ বিদেশে পাচারকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ছিল জনগণের সঙ্গে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি, কিন্তু তা আজও কার্যকর হয়নি। তাই এর আইনি ভিত্তি প্রদানের দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, “সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে।” তিনি আরও বলেন, তারা কোনো আদর্শ বিক্রি করে ক্ষমতায় যেতে চান না, বরং আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শ বাস্তবায়নই তাদের লক্ষ্য।

মুফতী ফয়জুল করীম বলেন, “আমরা চাই না কোনো ভিন্ন চেতনায় উদ্বুদ্ধ হোক জাতি। আসুন আমরা মদিনার চেতনায় উদ্বুদ্ধ হই। এতে দুনিয়া ও আখিরাতে শান্তি আসবে ইনশাআল্লাহ।”

সভায় বিশেষ অতিথি আল্লামা আব্দুল হক আজাদ বলেন, জুলাই সনদ শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, এটি মানুষের রক্ত ও ঘামে অর্জিত আশার প্রতিফলন। তিনি বলেন, “অঙ্গীকার বাস্তবায়ন হলে রাজনৈতিক মেরুকরণ কমবে, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুলবে। প্রহসনের নির্বাচন নয়, জনগণ চায় প্রকৃত নির্বাচন—যেখানে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে ভোটের মাধ্যমে।”

জনসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। এসময় বক্তব্য দেন আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মুফতী এমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার হুশিয়ারি রেজাউল করীমের

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার হুশিয়ারি রেজাউল করীমের

 চাকসু নির্বাচনে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির প্রার্থী

চাকসু নির্বাচনে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির প্রার্থী

সংশ্লিষ্ট

স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পিরোজপুরে জিয়ানগর উপজেলায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

পিরোজপুরে জিয়ানগর উপজেলায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নীলফামারীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নীলফামারীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

জীবননগরে ভেজাল ও নিম্নমানের দস্তাসার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

জীবননগরে ভেজাল ও নিম্নমানের দস্তাসার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা