পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৪৩ পিএম
ছবি: ভোরের আকাশ
তিন দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকরা আজ (১৩ অক্টোবর) সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
জানা গেছে, উপজেলার ৫৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ৭টি কলেজের শিক্ষক-কর্মচারীরা একযোগে ক্লাস বর্জন করে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।
শিক্ষকদের প্রধান তিনটি দাবি হলো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান চিকিৎসা ভাতা বৃদ্ধি ও ৭৫ পারসেন্ট হারে উৎসব ভাতা প্রদান।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার শ্রীরামকাঠি যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ সকাল থেকে শ্রেণিকক্ষে না গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও কোনো পাঠদান না পেয়ে কেউ কেউ বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পবিত্র কুমার মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। বাড়িভাড়া ভাতা মাত্র ১০০০ টাকা, যা বর্তমান সময়ে অপ্রতুল। দাবির যৌক্তিকতা বিবেচনা করে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল বলেন, শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতির অংশ হিসেবে আজ সকাল থেকে শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার সন্তান স্কুলে গিয়ে ক্লাস পাচ্ছে না। এতে তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকার দ্রুত সমাধানে না আসলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।
বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া)-এর নাজিরপুর উপজেলার পূর্বাঞ্চল শাখার সভাপতি মাস্টার ইউনুস আলী শেখ বলেন, শুধু দাবি আদায়ের জন্য নয়, গতকাল ঢাকায় শিক্ষকদের ওপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক হামলার প্রতিবাদেও আমরা এই কর্মসূচি পালন করছি।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
ভোরের আকাশ/জাআ