পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৪:৫২ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালীতে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।
এ সময় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, এলাকাবাসী মো. আব্দুস সালাম, নাসির উদ্দিন মহাজন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী থানার এসআই দীপক বালা।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশ আপনাদের দিয়ে যাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন। আপনাদের নাম প্রকাশ করা হইবে না।
অনুষ্ঠানের সভাপতি ওসি মো. সোলায়মান বলেন, এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যা অপরাধমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/জাআ