এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০২:১৪ এএম
ছবি সংগ্রহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকালে তিনি উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নই আজ আমাদের জাতীয় দায়িত্ব। জনগণ এখন পরিবর্তন চায়— সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন, মূল্যস্ফীতি ও দমননীতিতে দেশের মানুষ অতিষ্ঠ। জনগণের মুক্তি এবং রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।”
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে জনগণের সঙ্গে কথা বলছি, জনগণকে জানাচ্ছি— কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই। আগামী দিনে এই আন্দোলন হবে জনগণের আন্দোলন, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠা পাবে।”
গণসংযোগকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দোকানপাট, হাটবাজার ও স্কুল কলেজসহ এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফা কর্মসূচির মূল বার্তা পৌঁছে দেন।
ভোরের আকাশ//হ.র