গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ০৯:২০ পিএম
ছবি- ভোরের আকাশ
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল বের করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। গাইবান্ধা শহর ও সদর উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম সরকার, সেক্রেটারি জহুরুল ইসলাম, সদর উপজেলা জামায়েতের আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল হক, শহর সেক্রেটারি মো. আবুল হাসান, জেলা শিবিরের সভাপতি মো. রুম্মান ফেরদৌস প্রমুখ।
ভোরের আকাশ/জাআ