ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০৮:১৪ পিএম
ছবি: ভোরের আকাশ
“সন্ত্রাস, দূর্নীতি, মাদক মুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু হোক গ্রাম থেকেই”— এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বিএনপির গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিএনপির উদ্যোগে পশ্চিম নিজ মাওনা বড়চালা গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ খেটে-খাওয়া মানুষ ও স্থানীয় জনগণের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে করণীয় নির্ধারণ করা।
গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক মনির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট ধবীর আহাম্মদের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/জাআ