বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৪:১২ পিএম
জাতীয় ফলমেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“দেশি ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য নিয়ে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে ।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় চত্তরে বৃহস্পতিবার সকালে ফিতা কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
এসময় দেশী ফলের উদপাদন বৃদ্ধি ও উদপাদিত ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে কৃষিবিভাগের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে কৃষি বিভাগের উপপরিচালক মো: মোতাহার হোসেন, বাহেরগাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ কৃষক, কৃষাণী ও নানা শ্রেনী পেশার মানুষ এবং বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে নানা জাতের ফলজ চারা বিতারণ করা হয়।
ভোরের আকাশ/জাআ