নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩ এএম
কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের কাউখালীতে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন ও এসআই রাকিব হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শিয়ালকাঠি চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আনিসুর রহমান (২৫) এবং লোকমান খানের ছেলে রমজান খান (২৩) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ভোরের আকাশ//হ.র