× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগাম শীতকালীন সবজিতে বাজার ঠাসা, দাম লাগামহীন

আদমদীঘি (বগুড়া) প্রতনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১০:০৭ এএম

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

উত্তরাঞ্চলের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত পশ্চিম বগুড়ার উপজেলা আদমদীঘি। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। এছাড়াও সরবরাহ স্বাভাবিক রয়েছে অন্যান্য সবজিরও। তবে আগাম সবজি বাজারে বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। এতে বিপাকে পড়েছে মধ্যব্ত্তি ও নিম্নআয়ের মানুষেরা।

এই উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বড় পাইকারি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।আগাম শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম বেশ চড়া। এজন্য অনেকেই সবজি দেখে রেখে দিচ্ছেন সবজির ঢালায়। 

ভোর থেকেই এই উপজেলার বিভিন্ন এলাকার মাঠ থেকে সরাসরি বাজারে সবজি আসে। শেষ সময়ে এসে সবজির এমন দামে খুশি কৃষকরা। তবে নিজেদের পণ্য আরেকটু বেশি দামে বিক্রি করতে পারতেন। এজন্য দুষছেন, স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীদের। কৃষকদের অভিযোগ, চলতি বছরে ফসলে দ্বিগুণের বেশি ঔষধ প্রয়োগ করতে হয়েছে। এজন্য লাভ করাটাও কষ্টসাধ্য হবে তাদের জন্য।

পাইকারি বাজারে কেজি প্রতি বেগুন জাত ও আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়া প্রতি কেজি পটল ৬০ টাকা, কাঁকরোল ৬৫ টাকা, মুলা ৫০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা ও কচুরমুখি ৩০ টাকা, কচুর লতি ১০০ টাকা এবং কচুর বৈ ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আকারভেদে প্রতিকেজি আলু ২০ থেকে ২৫, করলা ৮০, চিচিঙ্গা ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৬০, বরবটি ৭০ টাকা, শসা ৪৫, কাকরুল ৬০, পেঁয়াজ ৬০ থেকে ৬৫, লাউ প্রতি পিস ৪০, কলার মোচা ২০, কলাগাছের মেরুদন্ড (অ্যাটা)প্রতি ফালি ১০ টাকা এবং পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঝাঁজ কমেছে কাঁচামরিচের। বাজারে এই পণ্যটি ১৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে । তবে কোন কোন খূচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। আর প্রতি হালি ডিম হচ্ছে ৪৫ টাকায়।

বাজারে পাল্লা দিয়ে বেড়েছে লাউ-কুমড়ার দামও। চাল কুমড়া বিক্রি হচ্ছে আকার ভেদে ৩০ থেকে ৪৫ টাকায়। লাউ আকারভেদে ৩০ থেকে ৬০ টাকায় এবং মিষ্টি কুমড়ার ফালি ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে, প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ২৫ টাকায়।

আগাম শীতকালীন সবজির মধ্যে স্থানীয় টমেটো ১২০ টাকা, আমদানিকৃত টমেটো ১০০ টাকা, শিম ১৪০ টাকা, ফুলকপি প্রতিপিস ৯০ টাকা ও ধনিয়া পাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আদমদীঘি কাঁচা বাজারের বিক্রেতা দুলাল মন্ডল জানান, বাজারে পুরোপুরি স্থানীয় সবজি না আসায় বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। অন্য সবজি আসলেই দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে।

খুচরা ক্রেতারা বলছেন, দাম এখনও বেশি। ক্রেতা সুলতান আহমদ জানান, ‘শীতকালীন সবজির দাম অনেক বেশি, মধ্যবিত্তদের জন্য ক্রয় করা কষ্টকর।’

আরেক ক্রেতা মাফিজুল বলেন, ‘নিত্যনতুন সবজি খেতে ভালোই লাগে। কিন্তু কিনতে গিয়ে দুই কেজির বদলে বাড়িতে আসে হাফ কেজি বা তারও কম। বাজারে ৬০ টাকার নিচে কোন সবজি নেই। এত দাম দিয়ে কিনে খাওয়াটা খুবই কষ্টের।’

ছাতিয়ানগ্রাম বাজারের আলু ব্যবসায়ী উজ্জল বলেন, ‘দেশি পাকরি আলুর কেজি ৩০ টাকা। কার্ডিলাল আলুর মান কম হওয়ায় প্রতিকেজি ২০ টাকায় বিক্রি করছি। এ বছর আলু ব্যবসায়ীদের মাথায় হাত। আজ বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু, কচুর বৈ এবং পেঁপে। হয়তোবা স্টোরেজ খুলে দিলে দাম বাড়তে পারে।’

জিনইর গ্রামের শাক ব্যবসায়ী ইউসুফ বলেন, ‘বাজারেশাক সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। নিম্নআয়ের মানুষের পক্ষে শাক সবজি কেনা কষ্টকর হয়ে পড়েছে। শাকের প্রতিটি আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পুরোদমে শীতের আগাম সবজি বাজারে আসলে স্বাভাবিক হবে বলেও জানান এই ব্যবসায়ী।’

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 চাকসু নির্বাচনে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির প্রার্থী

চাকসু নির্বাচনে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির প্রার্থী

সংশ্লিষ্ট

স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পিরোজপুরে জিয়ানগর উপজেলায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

পিরোজপুরে জিয়ানগর উপজেলায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নীলফামারীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নীলফামারীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

জীবননগরে ভেজাল ও নিম্নমানের দস্তাসার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

জীবননগরে ভেজাল ও নিম্নমানের দস্তাসার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা