জেলা ম্যাজিস্ট্রেটের ৩ সদস্যের কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওষুধ মেয়াদোত্তীর্ণের কারণ, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ এবং করণীয় বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দেয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।
বুধবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এই কমিটি করে দেন।
জেলা প্রশাসকের করা কমিটির আহ্বায়ক করা হয়েছে- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। কমিটির অন্য সদস্যরা হলেন- সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন।
জেলা ম্যাজিস্ট্রেট চিঠিতে উল্লেখ করেছেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার ওষুধ মেয়াদ অতিক্রান্ত হওয়ার প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হলো।
ভোরের আকাশ/জাআ