মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৩:৪৫ এএম
টঙ্গিবাড়ীতে দলীয় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দলীয় ব্যানার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল আড়িয়ল ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানার টানানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যান ফয়সাল। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, “কারেন্টে শর্ট খাওয়ার খবর শুনে হাসপাতালে গিয়ে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।”
এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, “আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে কে ব্যানার টানাচ্ছিল, কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না—তা নিশ্চিত নই।”
ঘটনার বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, “এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভোরের আকাশ // হ.র