ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০৫:০২ পিএম
শ্রীপুরে ৩২ কেজি ওজনের কাঁঠাল নজর কেড়েছে দর্শনার্থীদের
দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে রয়েছে গাজীপুরের কাঁঠালের। বিশেষ করে স্বাদে গুণে শ্রীপুর উপজেলার কাঁঠাল অন্যতম। এবার শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজন করা হয় জাতীয় ফল মেলার। সেখানে ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। যা মেলায় আসা দর্শনার্থীদের নজর কেড়েছে।
রোববার (২২ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর কর্তৃক আয়োজিত দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়।
আম, জাম, আনারস, লিচু, পেয়ারা ও অন্যান্য ফলের সাথে প্রদর্শন করা হয় ৩২ কেজি ওজনের কাঁঠাল। যা দর্শনার্থীদের নজর কেড়েছে। পাশাপাশি আরেকটি ৩০ কেজি কাঁঠালও নজর কেড়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ের তেলিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মৃধা বাড়ির একটি কাঁঠাল গাছ ৩২ কেজি ও শ্রীপুর পৌরসভার অপর এক কৃষকের গাছ থেকে ৩০ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়েছে।
কৃষি মেলায় আসা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী কামাল হোসেন বলেন, আমরা এখন অনেক দেশীয় ফল চিনি না। বিদ্যালয়ে যাওয়ার সময় মেলায় ৩২ কেজি ওজনের কাঁঠাল আনা হয়েছে। তাই দেখতে এসেছি। বর্তমানে বাজারে ছোট কাঁঠালের ভিড়ে এমন বড় কাঁঠাল নজর কেড়েছে।
উপজেলা পরিষদ চত্বরে অন্য কাজে এসেছিলেন মাদ্রাসা শিক্ষক সোলায়মান মোহাম্মদ। তিনি বলেন, শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এত বড় কাঁঠাল বহু আগে দেখা গেলেও এখন দেখা মেলা ভাড়। এত বড় কাঁঠালের গল্প মুরুব্বিদের মুখেই শুনেছি। উপজেলায় অন্য কাজে এসে জাতীয় ফল মেলায় এত বড় কাঁঠালের প্রদর্শনী দেখে দেখতে এসেছি।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে জাতীয় ফল মেলা। মেলাতে দেশীয় ফল রয়েছে তার প্রদর্শণী করা হয়েছে। পুষ্টির চাহিদা পূরণে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন প্রজাতি, বিভিন্ন স্বাদের ও কাঁঠালের মিষ্টতা অনেক বেশি। মেলায় প্রদর্শন করা হয়েছে ৩২ কেজি ওজনের কাঁঠাল, যা আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। আমরা চেষ্টা করছি শ্রীপুর তথা গাজীপুরের কাঁঠালের ঐতিহ্য ধরে রাখতে।
ভোরের আকাশ/জাআ