রংপুর ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০৩:০৫ পিএম
ছবি : সভাপতি মীর আনোয়ার আলী মিঠু ও সা. সম্পাদক বাবলুর রহমান বারী
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) কেন্দ্রীয় সভাপতি আলহাজ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত দুই বছর মেয়াদে কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি মীর আনোয়ার আলী মিঠু ও সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো; খোরশেদ আলম, সহ সভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: রাকিবুল হাসান পরাগ,ও ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক রবি খন্দকার, দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রকি আহমেদ,সাহিত্য ওসাংস্কৃতিক সম্পাদক রিয়াজুর রহমান সাগর, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ আলী তুষার, মহিলা বিষয়ক সম্পাদক মোছা:রেখা মনি, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আছেন। সেলিম মাহমুদ, রফিকুল ইসলাম লাভলু, ইব্রাহিম আলম সবুজ, মুহিদুল ইসলাম আউলিয়া,শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, আবু বকর সিদ্দিক, মাসুদ আহমেদ রিপন।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক , জানান, বিগত সময়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সাংবাদিকদের অধিকার আদায়ে ,প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঐক্যবদ্ধ আন্দোলনে ব্যাপক সাড়া জাগিয়েছেন। কিছু স্বার্থান্বেষী মহলের অন্যায় বলপ্রয়োগ, সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা সৃষ্টি ও বিগ্ন ঘটাতে তৎপর থাকে, যা সাংবাদিক পেশায় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে।
আমরা রংপুর বিভাগীয় নবগঠিত বিএমইউজে র কমিটির সদস্যদের নিয়ে সততা নিষ্ঠা ও সাহসের সাথে সাংবাদিকদের অধিকার আদায় ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবো। দ্রুত সময়ের মধ্যে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করবো এবং জেলা উপজেলায় ও কমিটি দেয়ার কার্যক্রম চালিয়ে যাব।
এদিকে কেন্দ্রীয় সভাপতি আলহাজ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
ভোরের আকাশ/মো.আ.