মাসুদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০৬:৫৬ পিএম
ছবি : ভোরের আকাশ
জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বুধবার (১৬ জুলাই) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ মহা পুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ ইমদাদ হুসাইন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ এবং উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ: শহিদুল ইসলাম, সমাজ সেবার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জুলাই শহীদের পরিবার বৃন্দ ও জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আজ ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এ উপলক্ষে বরিশাল জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ যোহর শহিদগনের মাগফেরাত কামনায় বরিশাল জেলা কালেক্টরেট জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে শহীদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অতিথিরাসহ শহীদের পরিবারের সদস্যরা জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
ভোরের আকাশ/এসএইচ