মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৮:৪১ পিএম
মধুখালীতে অটাে-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শিশু রাইসার
ফরিদপুরের মধুখালীতে বাবা মায়ের সাথে নানা বাড়ী থেকে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে রাইসা নামের ছয় বছর বয়সের এক শিশু কন্যা সড়ক দূর্ঘটনায় নিহত হয়ছেন। নিহত রাইসা মাগুরা সদর উপজলার গাপীনাথপুর গ্রামের সকত মালোর কন্যা।
বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের মধুখালী উপজলার ঢাকা-খুলনা মহাসড়কর বাগাট বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এসময় ভ্যান চালক রাইসার বড় চাচা সাগর (২৩) আহত হয়েছেন। তাকে মধুখালী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
করিমপুর হাইওয়ে থানা পুলিশের এস আই শফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিক ফরিদপুর সদরের দাদপুর থেকে ভ্যানযোগে নিহত রাইসা তার বাবা মায়ের সাথে নানা বাড়ী থেকে নিজবাড়ী মাগুরা সদরের গাপিনাথপুর গ্রামে আসার পথে বাগাট বাজার এলাকায় পিছন থেকে একটি অটোইজি বাইক ধাক্কা দিলে রাইসা ছিটকে পড়ে।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত মধুখালী উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযাগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। অটো চালক জিয়াউর রহমান (৩৫) বর্তমানে মধুখালী থানা হফাজতে রয়েছেন।
ভোরের আকাশ/জাআ