৪ মাসে ১৭শ মামলা, ৭১ লাখ টাকার রাজস্ব আদায়
আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৪:০৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় যানজট কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান চালাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোবাইল টিম মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন ট্রাফিক বিভাগের সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মীর আনোয়ার জানান, গত ৪ মাসে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১ হাজার৭শ ৪৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে ট্রাক ১২৮টি, বাস ১০টি, পিকআপ ৮৮টি, কাভার্ড ভ্যান ২৭টি, প্রাইভেট কার ১৫টি, মাইক্রোবাস ২০টি, সিএনজি ৭৮৫টি, মোটরসাইকেল ২০১টি এবং রিকশা/ভ্যান ৪৪১টির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব মামলার মাধ্যমে সরকারি রাজস্ব হিসেবে আদায় হয়েছে ৭১ লাখ ৭৮ হাজার ৫শ টাকা।
তিনি আরও বলেন, প্রতিমাসে বিআরটিএ-এর উদ্যোগে বাস, ট্রাক, সিএনজি ও মাইক্রোবাস চালকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এসব প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো হাইওয়েতে যানবাহন চালানোর সময় নিরাপত্তা বিধি, সতর্কতা এবং সঠিক চালনাশৈলী সম্পর্কে চালকদের সচেতন করা। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার বৈধ সিএনজি চালকদের সহজ শর্তে বিআরটিএ লাইসেন্স প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিআরটি'র পরিচালকের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছি।
শহরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর গ্যারেজের তালিকা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং তালিকা সম্পন্ন হলে শহরের যানবাহন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা করা যাবে বলে জানান তিনি।
ঈদ এবং কোরবানির হাটকে কেন্দ্র করে বিশেষত ভাদুঘর ও সুহিলপুর এলাকায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে শহরের ভেতরে কোনো অবৈধ সিএনজি অটোরিকশা প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়।
ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার ঘোষণা দেয়, আমার অফিসে যদি কোনো কর্মকর্তা কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। ঈদের আগে-পরে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
ভোরের আকাশ/জাআ