কুড়িগ্রামে উপদেষ্টা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ পিএম
ছবি: ভোরের আকাশ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে মন্দির পরিদর্শন ও সনাতনধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম কেন্দ্রীয় কালি মন্দির পরিদর্শনে এসে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আসন্ন দুর্গাপূজা নিয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজার রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট কুড়িগ্রামের আহবায়ক সুভাষ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুড়িগ্রাম জেলার সদস্য সচিব, স্বপন কুমার, এছাড়াও কুড়িগ্রাম পৌরসভা,সদর উপজেলা, রাজারহাট উপজেলা,নাগেশ্বরী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপদেষ্টা সবাইকে আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহবান জানান।
ভোরের আকাশ/মো.আ.