হুমায়ুন রশিদ জুয়েল, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০১:৩০ এএম
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল হাসপাতালে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু
করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশের হাসপাতালগুলোতে পুনরায় করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সীমিত পরিসরে করোনা পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২১ জুন) থেকে হাসপাতালের বিদ্যমান আরটি-পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালু করা হয় বলে জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার।
তিনি বলেন, “বর্তমানে কিশোরগঞ্জে শুধুমাত্র আমাদের হাসপাতালেই এই পরীক্ষার সুযোগ রয়েছে। আজ একজন রোগীর (দুলাল মিয়া, গ্রাম- বীরদানপাড়া, যশোদল ইউনিয়ন) নমুনা পরীক্ষা করা হয় এবং প্রাথমিকভাবে তার ফলাফল নেগেটিভ এসেছে। তবে চূড়ান্ত ফলাফল বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে।”
তিনি আরও জানান, করোনা রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ২৫টি আইসিইউ বেড প্রস্তুত রেখেছে। ভেন্টিলেটর সুবিধাসহ এই শয্যাগুলো সংকটাপন্ন রোগীদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিশ্চিত করতে ব্যবহৃত হবে। আইসিইউগুলো পুরোপুরি কার্যকর করতে আরও তিন দিন সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।
হাসপাতালটি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মানুষদের চিকিৎসাসেবা প্রদান করে থাকে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর তথ্য অনুযায়ী, গত এপ্রিলের শেষ সপ্তাহে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র একজন। কিন্তু মে মাসের শেষদিকে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৫ জনে। এ অবস্থায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ভোরের আকাশ//হ.র