এন এস কাঞ্চন, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০১:৫৫ পিএম
ছবি: ভোরের আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ভোটগ্রহণ চলছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভোট, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪টি এলইডি স্ক্রিনে দেখা হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া।
এছাড়া ভোট গণনাও একইভাবে দেখানো হবে। এলইডি স্ক্রিনে সরাসরি ভোটগ্রহণ উপভোগ করছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। স্বচ্ছাতা নিশ্চিত বড় স্ক্রিনের মাধ্যমে সরাসরি ভোটগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
চাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ চলছে পাঁচটি অনুষদের অধীনে ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে স্থাপিত ৬৮৯টি বুথে ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। গণনা করা হবে ওএমআর মেশিনে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাকসুর ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। সব মিলিয়ে মোট প্রার্থী ৯০৮ জন, যার মধ্যে নারী প্রার্থী ৪৭ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পাঁচটি অনুষদের পাঁচটি ভবনে মোট ১৫টি কেন্দ্রে ভোট হচ্ছে। এসব কেন্দ্রে ৬০টি ভোটকক্ষ ও ৬৮৯টি বুথ রয়েছে। প্রতিটি ভোটকক্ষে গোপন বুথের বাইরে স্থাপন করা হয়েছে ৯০টি সিসিটিভি ক্যামেরা।
ভোরের আকাশ/এসএইচ