সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ পিএম
ছবি- ভোরের আকাশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিসি অফিসের দুই কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছবদর আলী (৩৭)। তাঁরা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলে করে জগন্নাথপুর উপজেলায় যাচ্ছিলেন জারিকারক জুয়েল ও ছবদর আলী। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নম্বর প্লেটবিহীন প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন এবং গুরুতর আহত হন ছবদর আলী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ছবদর আলীকে সিলেটে রেফার করা হয়। সিলেট যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ