মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০৩:৩১ এএম
ছবি সংগ্রহীত
মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং থানা পুলিশের সমন্বিত টিম।
অভিযান চলাকালে জেলার সদর উপজেলার লঞ্চঘাট, মোল্লার চর, চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর এবং বাংলাবাজার এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে জব্দ করা কারেন্ট জালগুলো পরবর্তীতে বিনষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ//হ.র