গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৬:০১ পিএম
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতের কর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো: হাবিবুর রহমান তালুকদার ও সেক্রেটারী মাওলানা ইদ্রিস হুসাইনের বরাত দিয়ে তথ্য ও মিডিয়া সম্পাদক মো: ওসমান গনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় - গত ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১৯ জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে উপজেলার হেমনগর ইউনিয়ন জামায়াত প্রচারণা মিছিলের আয়োজন করে।
মিছিল সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নেতা কর্মীদের উপর সন্ত্রাসীরা হামলা করে। এসময় মাইক ভাংচুর ও মোবাইল কেড়ে নেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এই নেক্কারজনক হামলার প্রতিবাদ ও সরকারের কাছে বিচার দাবী করা হয়।।
ভোরের আকাশ/জাআ