সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৭:১৭ পিএম
সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ, আটক ৬
সাতক্ষীরার চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি চক্রকে হাতেনাতে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে সদর থানার অন্তর্গত ৩০ মাইল বিনেরপোতা মাছের আড়ৎতের পাশে একটি ঘরের ভিতরে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরায় কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার কাউসার এর নেতৃত্বে গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকার অতুল বোদ্দের ছেলে সুব্রত, নারায়ন বোদ্দের ছেলে রাকিশ বোদ্দ, গুরুপদ বোদ্দের ছেলে আকাশ বোদ্দ, নগরঘাটা নিমতলা এলাকার প্রদীব মন্ডলের ছেলে সবুজ মন্ডল, নগরঘাটা কাপাসডাঙ্গা এলাকার শ্যামলের ছেলে কুমারেশ মন্ডল ও একই এলাকার অমিত সরকার।
এফআইইউ (ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি প্রনয় বিশ্বাস, যিনি পরবর্তীতে জব্দকৃত মাছের নিষ্পত্তির দায়িত্ব গ্রহণ করেন। অভিযানে উদ্ধার করা মোট ২৫০ কেজি চিংড়ি, যার মধ্যে ১৫০ কেজির মধ্যে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট নিরাপদ চিংড়িগুলো সাতক্ষীরার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও প্রতারণামূলক খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ