কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০৯:১৬ পিএম
ছবি: ভোরের আকাশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন সীমান্তে টহলের সময় দুর্ঘটনার শিকার হন। গত ১২ অক্টোবর (শনিবার) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে টহলরত অবস্থায় হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ১৩ অক্টোবর (রোববার) বিকাল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে তাকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।
রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিনরাত কঠোরভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা।
ভোরের আকাশ/জাআ