সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৪:৫৮ পিএম
ছবি: ভোরের আকাশ
তিন দফা দাবির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক-শ্রমিকরা।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রশাসন, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এ সময় তিন দফা দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি কথা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী চালক কিংবা হেল্পপারের সঙ্গে খারাপ আচরণ করবে না, এমন আশ্বাসের প্রেক্ষিতে আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ।’
জানা যায়, রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের কাছে দুঃখ প্রকাশ করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও ভদ্র। তবে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনও আর এমনটা করবে না।’
উল্লেখ্য, গতকাল রোববার সকালে জেলার শান্তিগঞ্জ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূর পাল্লার সকল বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি দেন পরিবহন মালিক শ্রমিকরা।
ভোরের আকাশ/জাআ